এবার সাধারণ স্মার্টফোনেও ফেসবুক ত্রিমাত্রিক ছবি

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ১৬:৪৫

সাহস ডেস্ক

 

ফেসবুকে এত দিন দুই বা ততোধিক ক্যামেরার স্মার্টফোনেই কেবল ত্রিমাত্রিক ছবি দেওয়ার (পোস্ট করা) সুবিধা ছিল। তবে জানিয়েছে, এখন থেকে একক ক্যামেরার স্মার্টফোনেও ফেসবুক অ্যাপ ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি ফেসবুক টাইমলাইনে পোস্ট করা যাবে।

অর্থাৎ, আগের চেয়ে এখন অনেক বেশি স্মার্টফোনে এল ত্রিমাত্রিক ছবি পোস্ট করার সুবিধা। আর ফেসবুক বলেছে, ব্যবহারকারীরা এখন ফোনের সামনের ক্যামেরাটি দিয়েও ত্রিমাত্রিক ছবি ধারণ করতে পারবেন।

ভার্জ সাময়িকী জানায়, ফিচারটি প্রথম বাজারে আসে ২০১৮ সালের অক্টোবরে। তবে আগে এটি সম্ভব হতো পোর্ট্রেইট মোডে এবং ফোনে অন্তত দুই বা ততোধিক ক্যামেরা থাকতে হতো। আবার ত্রিমাত্রিক ছবি নির্ভর করতো কোনও ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর ফেসবুক সেটাতে ডেপথ সংযোগ দেওয়ার পরে।

ফেসবুকের নতুন সুবিধায় ছবিতে ত্রিমাত্রিক কাঠামো তৈরিতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে ধারণ করা ছবি ব্যবহারকারীর টাইমলাইনে কেমন দেখাবে, তারও একটি নমুনা দেখিয়েছে ফেসবুক। সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত