উবারের বিনা নোটিশে ছাঁটাই অব্যাহত

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮

সাহস ডেস্ক

বিশ্বের এক নম্বর রাইড শেয়ারিং অ্যাপ উবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের অফিস বন্ধ করে দিয়েছে। ফলে বিনা নোটিশে অন্তত ৮০ জন হারিয়েছেন তাদের চাকরি। এদের বেশিরভাগই কাজ করতেন কাস্টমার সাপোর্টে।

গত বছরের মে মাসে কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর এ নিয়ে অন্তত ১ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খরুশাহী এসব ছাঁটাইয়ের পেছনে রয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে যে সকল কাজ করা আছে, তারা সে সকল কাজই করছেন। কোম্পানির ভাষায় ‘ডুপ্লিকেট ওয়ার্ক’ বলা হচ্ছে এই কাজকে। 

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উবারের লস অ্যাঞ্জেলস অফিসের প্রধান রাফিন শেভেলাউ হঠাৎ একটি মিটিং ডেকে কর্মীদের জানিয়ে দেন এই সিদ্ধান্তের কথা। তবে তাদের পাওনা তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উবারের অন্যান্য অফিসে চাকরির জন্য যদি কেউ আবেদন করে তাহলে তা ভেবে দেখা হবে। এছাড়া অফিস পরিবর্তনের সকল খরচ উবার বহন করবে।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত