ফেসবুক নতুন অ্যাপ চালু করেছে

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

সাহস ডেস্ক

ফেসবুক ‘হবি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে। অ্যাপটি মূলত ফটো শেয়ারিং অ্যাপ। হবি অ্যাপটি কলম্বিয়া, বেলজিয়াম, স্পেন ও ইউক্রেনে সবার প্রথমে ব্যবহার করা যাবে।

ফটো শেয়ারিংয়ের বিশাল ওয়েবসাইট পিন্টারেস্টের সঙ্গে ফেসবুকের নতুন অ্যাপটির অনেকটা মিল রয়েছে। পিন্টারেস্টে রান্না, বেকিং আর্টস, ক্রাফটস, ফিটনেস বা হোম ডেকোর ছবি শেয়ার করা হয়।

হবিতে নির্দিষ্ট একটি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজের ছবির কালেকশন রাখা যাবে। কাজ শেষ হলে সেগুলো দিয়ে ভিডিও তৈরি করে হবিতে পোস্ট করা যাবে। কিন্তু সেগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না। 

হবি ছাড়াও আরও কয়েক ধরনের অ্যাপ এনেছে ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন টিম। হবি তাদের তৈরি চতুর্থ অ্যাপ। এর আগে মিম তৈরির অ্যাপ হোয়েল, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ বাম্প ও মিউজিক ডিজে অ্যাপ অক্স বানায় তারা। 

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত