অ্যামাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ১৭:০৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৭

অনলাইন ডেস্ক

জেফ বেজসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজস অ্যামাজনের শেয়ারের একটি অংশ ৪০ কোটি ডলারে বিক্রি করেছেন। 

২০১৯ সালের এপ্রিল মাসে জেফ বেজসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় তিনি মালিকানা হিসেবে অ্যামাজনের ৪ শতাংশ শেয়ার পান যার অর্থমূল্য ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার (৩ হাজার ৮৩০ কোটি ডলার)। ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রির পর বর্তমানে তিনি ১৯ দশমিক ৫ মিলিয়ন শেয়ারের মালিক।

ধারণা করা হচ্ছে, দাতব্য কাজে তিনি এই অর্থ ব্যয় করবেন। কারণ গত বছর তিনি ‘গিভিং প্লেজ’ ক্যাম্পেইনে যোগ দেন। বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও বিল গেটস এই ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা। যোগদানের সময় তিনি বিচ্ছেদ থেকে পাওয়া প্রায় অর্ধেক অর্থ দাতব্য সংস্থাটিতে দান করার ঘোষণা দিয়েছিলেন।

সূত্র: দ্য ভার্জ