ফ্রেন্ড রিকোয়েস্ট আটকাবেন যেভাবে

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:৪৩

সাহস ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপরিচিত ব্যক্তিদের থেকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার হার বেড়ে গিয়েছে। চাইলে সহজেই এই ধরনের অযাচিত বন্ধুত্বের অনুরোধগুলো বন্ধ করতে পারেন আপনি। এ ক্ষেত্রে প্রাইভেসি সেটিংসে সামান্য বদল আনতে হবে।

ফেসবুকে যে প্রাইভেসি সেটিংস রয়েছে সেখানে কে কে আপনাকে বন্ধুত্বের অনুরোধ জানাতে পারবে তা ঠিক করা রয়েছে। এটি ডিফল্ট বা ফেসবুক যেভাবে দিয়েছে সেভাবে থাকলে, যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। যার সুযোগ নেয় বটও। 

এই সেটিংস ঠিক করতে ডেস্কটপ কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন। এরপর নিম্নমুখী তীরে ক্লিক করে ড্রপ মেনু থেকে সেটিংস অপশনে যান। এখানকার বাম কলামের মেনু থেকে প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি সেটিংস অ্যান্ড টুলসে যান।

এখানে ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’ নামের একটি অপশন রয়েছে। সেখানে গিয়ে এডিট বাটনে ক্লিক করে কে আপনাকে বন্ধু হওয়ার অনুরোধ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, তা ঠিক করে দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত