স্মার্ট মাস্ক বলবে দূষণের পরিমাণ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ১৭:১০

অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসের কোম্পানি এয়ারব্লিস এই ‘নেক্সট জেনারেশন এয়ার পলিউশন মাস্ক’ তৈরি করেছে। মাস্কটি ধুলিকণা থেকে বাঁচানোর সঙ্গে সঙ্গে দূষণের পরিমাণ কতো সেটাও জানিয়ে দেবে এমনটাই দাবি করছে কোম্পানিটি।

এই মাস্কটি একটি ম্যাপও তৈরি করে দেবে। যে জায়গাগুলোতে দূষণের পরিমাণ কম থাকবে সে জায়গাগুলো বাছাই করেই ম্যাপটি তৈরি করা হবে। সেখানে গিয়ে আপনি জগিং বা সাইক্লিং করতে পারবেন।

ওয়াটারপ্রুফ এই মাস্কটিতে থাকা উন্নতমানের ফ্যান সিস্টেমের জন্য সুক্ষ্ম ধুলিকণাগুলি ফিল্টার হয়ে যাবে এবং সঙ্গে থাকা এলইডি লাইটস দূষণের মাত্রার পরিমাণ বুঝাতে অ্যালার্ট করবে। 

এছাড়া মাস্কটি চার্জ করার জন্য একটি ইউএসবিও থাকবে। একটি মাস্ক কিনলে ২ বছরের জন্য নিশ্চিন্ত আপনি। খুব দ্রুতই এই মাস্কটি বাজারে আনছে এয়ারব্লিস কোম্পানি।

সূত্র: দ্য ভার্জ