টুইটার অ্যাপস হালনাগাদে সতর্কতা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:১৩

সাহস ডেস্ক

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টুইটারের সাম্প্রতিক সংস্করণ ৮.২৮ হালনাগাদে সতর্কতা জারি করেছে টুইটার কর্তৃপক্ষ।

অনেক ব্যবহারকারীই টুইটারের নতুন সংস্করণ হালনাগাদ করার পর থেকে ক্র্যাশ সমস্যায় ভুগছেন। তাই টুইটার অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনে হালনাগাদের কোনো প্রয়োজন নেই। 

টুইটার কর্তৃপক্ষ বলছে, টুইটারের ৮.২৮ সংস্করণে সফটওয়্যার ত্রুটি বা বাগ রয়েছে। টুইটারের সাপোর্ট টিম এ ঘটনায় ক্ষমা চেয়েছে এবং সফটওয়্যারটি ঠিক করতে কাজ চলছে।

টুইটার এক টুইটে জানিয়েছে, নতুন সংস্করণ ডাউনলোড করে ইনস্টল করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা আপাতত নতুন সংস্করণটি হালনাগাদ করা থেকে বিরত থাকুন। চাইলে অটো আপডেট বন্ধ করেও রাখতে পারেন।

অন্যদিকে যারা ইতোমধ্যে হালনাগাদ করে ফেলেছেন তারা সেটিংস থেকে অ্যাপসে গিয়ে টুইটার সিলেক্ট করে স্টোরেজ অ্যান্ড ক্যাশ ক্লিক করুন। এরপর ক্লিয়ার স্টোরেজ সিলেক্ট করে ক্লিয়ার ক্যাশ ক্লিক করুন। এ প্রক্রিয়ায় ক্যাশ পরিষ্কার হয়ে যাবে।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত