যেভাবে গুগল ম্যাপসে স্পিডোমিটার চালু করবেন

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ১৬:২৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০, ১৬:৩২

অনলাইন ডেস্ক

গুগল ম্যাপস ‘স্পিডোমিটার’ নামের অ্যাপেটি আপনার গাড়ির গতি জানিয়ে দিতে পারবে এমনকি গতি ছাড়িয়ে গেলে সতর্কও করতে পারবে অ্যাপটি।

কোনো কারণে যদি স্পিডোমিটারটি ভেঙ্গে যায় বা ত্রুটি দেখা দেয়, তবুও আপনি তথ্যগুলো জানতে পারবেন।

এ সুবিধাটি চালু করতে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে এবং ইন্টারনেট সংযোগ ও জিপিএস সেবা চালু রাখতে হবে। এখন স্পিডোমিটার চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

- গুগল ম্যাপস অ্যাপটি চালু করে সেটিংস সিলেক্ট করুন  

- নেভিগেশন সেটিংস থেকে এবার স্পিডোমিটার অপশনটি সিলেক্ট করুন

- হোম স্ক্রিনে ফিরে যান এবং নেভিগেশন মোডে গুগল ম্যাপস ব্যবহার করুন

এদিকে চলন্ত গাড়িটি যখনই নির্দিষ্ট রাস্তার জন্য অনুমোদিত গতির চেয়ে বেশি গতিতে চলবে তখনই স্পিডোমিটার চালককে সতর্ক করে দিবে।