উইন্ডোজ ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২০, ১৪:১৫

অনলাইন ডেস্ক

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি।

গত বছরের ৩০ এপ্রিল উইন্ডোজ ব্যবহারকারীরা ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে ঢোকার সুযোগ হারান এবং জুলাই মাসে মাইক্রোসফট স্টোর থেকেও অ্যাপটিও সরিয়ে ফেলা হয়। 

উইন্ডোজ ফোনের সঙ্গে সঙ্গে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অ্যান্ড্রয়েড ২.৩৭ ও আইওএস ৭ এর চেয়ে পুরনো সংস্করণেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।