সীমান্ত এলাকায় সচল মোবাইল নেটওয়ার্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১৫:৩৮

সাহস ডেস্ক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ১ কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করেছে।

বুধবার (১ জানুয়ারি) রবি, গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান। 

মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে জানা যায়, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনার ফলে প্রায় ১ কোটি গ্রাহক সমস্যায় পড়েন। এদিকে নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত পাওয়ার পর অপারেটরগুলো নেটওয়ার্ক সচল করতে কাজ শুরু করেছে। 

গত বছরের ২৯ ডিসেম্বর অপারেটরগুলোকে পাঠানো বিটিআরসির নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত