ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে বাধ্যবাধকতা

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০১

অনলাইন ডেস্ক

আপনি যদি ম্যাসেঞ্জার ব্যবহার করার কথা ভাবেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট ম্যাসেঞ্জার ব্যবহার করতে ফেসবুক বাধ্যতামূলক করার বিষয়টি নিশ্চিত করে।

ফেসবুকের এক কর্মকর্তা জানান, আপনি ম্যাসেঞ্জারের নতুন ব্যবহারকারী হলে দেখবেন সেখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরির কথা বলা হচ্ছে। যদি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে বন্ধু ও অন্যান্যদের সঙ্গে চ্যাট করতে পারবেন না। অধিকাংশ ব্যবহারকারীই ফেসবুকে লগইন করে ম্যাসেঞ্জার ব্যবহার করে।

এ দিকে কয়েকজন ম্যাসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ করেছেন। তাদের অভিযোগ- মোবাইল নম্বর দিয়ে ম্যাসেঞ্জারে সাইন ইন করতে গেলে ‘ইরর’ লেখা দেখাচ্ছে। এর মানে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ম্যাসেঞ্জারে ঢুকতে দিচ্ছে না।