বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাপ উদ্বোধন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩

সাহস ডেস্ক

বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব মোবাইল অ্যাপ ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যে কোনো স্মার্টফোনে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ড হেল্প ডেস্ক, টিকিট বুকিং, সিট নির্ধারণসহ সবকিছু করা ও জানা যাবে।

জানা যায়, অ্যাপে বিমানের টিকিট কাটলে আগামী ১ বছর পর্যন্ত ব্যবহারকারীরা ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। 

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল বিমানবন্দরে এসেই জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি উড়োজাহাজ  ‘সোনার তরী’ ও ‘অচীন পাখি’ উদ্বোধন করেন।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত