হাওয়াই মিঠাইয়ের মতো দেখতে নতুন গ্রহের সন্ধান

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৪:৩২

সাহস ডেস্ক

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপে ধরা পড়েছে অনেকটা তুলার বল বা হাওয়াই মিঠাইয়ের মতো বিস্ময়কর এক গ্রহ।

নাসা জানিয়েছে, নতুন গ্রহটি কেপলার ৫১ মানের নক্ষত্রমণ্ডলীর মধ্যে অবস্থান করছে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসিকা লিবি-রবার্টস বলেন, কেপলার ৫১-তে পানির উপস্থিতি অনুসন্ধান করতে গিয়ে হঠাৎ তুলার বলের মতো গ্রহটি নজরে আসে।

প্রধানত তিনটি বৃহদাকার গ্রহ রয়েছে ৫১ মানের নক্ষত্রমণ্ডলীতে। ওই তিনটি গ্রহ দূর থেকে দেখলে তুলার আস্তরণের মতো মনে হয়। এদের মধ্যে একটি ২০১২ সালে নাসার বিজ্ঞানীদের নজরে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত