মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৭

অনলাইন ডেস্ক

আগামী বছর থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে শতকরা ৬ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে। তবে সেটা সাধারন ব্যবহারকারীদের জন্য নয়। 

ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে।

কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, পোস্ট বুস্ট করে শুধু তখনই এই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে।

তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।