পাবজির থলিতে ১৫০ কোটি ডলার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২৪

সাহস ডেস্ক

চীনের ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট তাদের পাবজি এবং তার নতুন সংস্করণ গেইম ফর পিস থেকে আয় ১৫০ কোটি ডলার ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী অন্তত ৫৫ কোটি ৫০ লাখ বার পাবজি গেমটি মোবাইলে ডাউনলোড করা হয়েছে। চীনে যখন এই গেমটি পুনরায় গেম ফর পিস নামে অ্যাপ প্লে স্টোরে ছাড়া হয়েছিল তখনই সেখান থেকেই ৬১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।

অ্যাপ স্টোরগুলোর মধ্যে ডাউনলোডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর এগিয়ে আছে। এখান থেকে ৩৩ কোটি ৪০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। যা মোট ডাউনলোডের ৬০ শতাংশ। অন্যদিকে অ্যাপল অ্যাপ স্টোর থেকে ২২ কোটি বার ডাউনলোড করা হয়েছে। যা মোট ডাউনলোডের ৪০ শতাংশ।

এদিকে  মোবাইলে কল অব ডিউটি গেইমটি উন্মুক্ত করে, যা এ পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ডলার আয় করেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত