যে সকল ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০৬

সাহস ডেস্ক

আগামী বছর থেকে বিশ্বের সকল উইন্ডোজ ফোনসহ কিছু আইফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে উইন্ডোজ ফোন এবং ১ ফেব্রুয়ারি থেকে আইওএস ৮ অথবা পুরনো অপারেটিং সিস্টেমের আইফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। এছাড়াও অ্যান্ড্রয়েড ২, ৩ ও ৭ অথবা পুরনো কোনো ফোনেও জনপ্রিয় এই ম্যাসেজিং সেবা বন্ধ হয়ে যাবে। 

ইতোমধ্যে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। যদি কোনো কারণে এই ফোনগুলি থেকে হোয়াটসঅ্যাপ একবার ডিলিট হয়ে যায় তাহলে আর লগইন করার সুযোগ থাকছে না। 

তবে আইফোন ৯ ও তার পরবর্তী সংস্করণের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত