অ্যাডবি কিনে নিয়েছে ‘অকুলাস মিডিয়াম’

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৪১

সাহস ডেস্ক

অ্যাডবি ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ‘অকুলাস মিডিয়াম’ কিনে নিয়েছে। এদিকে অ্যাডবি ছবি, ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে বড় একটা বাজার ধরে রেখেছে।

ভার্চুয়াল রিয়েলিটি প্রোজেক্ট অকুলাস ভিআর তৈরি করতে ফেসবুক অনেক অর্থ ব্যয় করেছিল। ‘অকুলাস স্টোরি স্টুডিও’ নামে ফেসবুক একটি উন্নয়ন করেছিল যা জনপ্রিয়তা না পাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। এতো দিন পর ফেসবুক অকুলাস মিডিয়াম বিক্রি করে দিয়েছে।

অনেকেই ধারণা করছে, অ্যাডবির হাতে যাওয়ায় অকুলাস মিডিয়ামের ভবিষ্যত অনেক ভালো হতে বাধ্য।

সম্প্রতি ফেসবুককে গেম সংশ্লিষ্ট ভিআর কনটেন্টের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। আর তাই তো প্রতিষ্ঠানটি ভিআর গেম নির্মাতা ‘বিট সেবার’ এর নির্মাতা প্রতিষ্ঠান ‘বিট গেমস’কে কিনে নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত