বন্ধ হয়ে যাচ্ছে পিএসপি-পিএস ভিটা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩

সাহস ডেস্ক

বিশ্বের অন্যতম গেম কনসোল প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি জানিয়েছে তারা হ্যান্ডহোল্ড কনসোল তৈরির চিন্তা থেকে সরে এসেছে।

সনি ইন্টার‍্যাক্টিভ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ও সিইও জিম রায়ান সনি কনসোলের ২৫ বছর পূর্তির বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে পিএস ভিটার বিভিন্ন দিক নিয়ে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে সনির হ্যান্ডহোল্ড কনসোল তৈরির বিষয়ে আরও কোনো পরিকল্পনা নেই।’

তিনি আরও বলেন, পিএস ভিটা বিভিন্ন দিক থেকে দুর্দান্ত ছিল। এর গেমিং অভিজ্ঞতাটাও দুর্দান্ত ছিল। তবে স্পষ্টতই এটি একটি ব্যবসা যেখানে আমরা এখন আর নেই।

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত