ফায়ারফক্সে নতুন ভিডিও প্লেব্যাক টুল

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪০

সাহস ডেস্ক

মজিলা ফায়ারফক্স একটি টুল যুক্ত করেছে যা মাল্টিটাস্কিং পরিবেশে কাজ করার সময় ভিডিও প্লেয়ের জন্য বেশ উপযুক্ত। এখন পর্যন্ত কোনো ব্রাউজারেই এমন কোনো টুল নেই।

বর্তমানে ব্যবহারকারীরা ফায়ারফক্সের নতুন সংস্করণটি ডাউনলোড করে ইনস্টল করলেই টুলটি পাবেন। ব্যবহারকারী যখন ওয়েব ব্রাউজ করার সময় কোনো ভিডিও চালু করেন তখন ভিডিওটির ডান দিকে একটি নীল রঙের পপআপ আসবে। এর ওপর মাউস পয়েন্টার রাখলেই বড় হয়ে ‘পিকচার-ইন-পিকচার’ লেখা দেখাবে।  এই লেখার ওপর ক্লিক করলেই ভিডিওটি নতুন একটি উইন্ডোতে চালু হবে।

পপআপটি সবসময় স্ক্রিনের ওপরেই থাকবে। উইন্ডোটি ব্যবহারকারী তার প্রয়োজনমতো ছোট ও বড় করতে পারবে এবং মনিটরের যে কোনো স্থানে রাখতে পারবে।

উইন্ডোজ সংস্করণে আপাতত এই টুলটি পাওয়া গেলেও আগামী বছরের জানুয়ারি মাসে ম্যাক ও লিনাক্স সংস্করণেও টুলটি পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত