ইউটিউব চালালেও দিতে হবে ট্যাক্স

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:২১

সাহস ডেস্ক

বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ভিডিও আদান-প্রদান করার জন্য ইউটিউব চ্যানেল চালালে তাকে প্রচলিত ট্যাক্সেশন আইনের আওতায় আসতে হবে বলে জানান তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

ইউটিউবে অনেকেই সামাজিক সচেতনতার বিষয়গুলো তুলে ধরছেন। কেউ কেউ আবার ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড করে ভিউয়ের সংখ্যার অনুপাতে বেশ ভালো অর্থ উপার্জন করছেন।

তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেমন অ্যাকাউন্ট করতে পারে, ঠিক তেমনি যে কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও করতে পারে।

এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, আমরা ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষসহ সবার সঙ্গেই আলোচনা করেছি। তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে বা বিজ্ঞাপন যাচ্ছে সেগুলোতে ট্যাক্স আরোপ করার কথা বলেছি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গেও আমরা কথা বলেছি।

তিনি বলেন, কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করে সে ক্ষেত্রে তাদের অবশ্যই দেশের প্রচলিত ট্যাক্সেশন আইন মেনে সেই অনুযায়ী করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত