ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মুছে দেবে টুইটার

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ১৪:২৮

অনলাইন ডেস্ক

জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে এবার ছয় মাসের বেশি সময় ধরে অব্যবহৃত বা ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্টগুলো মুছে দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাকাউন্ট মালিকদের নিজের অ্যাকাউন্ট রক্ষা করার জন্য আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে যারা অ্যাকাউন্টে লগইন করবেন, তারা এর আওতায় থাকবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রথমবারের মতো এত বড় পরিসরে অ্যাকাউন্ট মুছে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। 

কর্তৃপক্ষ জানায়, সাইটে কিছু নতুন প্রাইভেসি নীতিমালা হয়েছে। অব্যবহৃত অ্যাকাউন্টগুলো এ নীতিমালায় এখনো সম্মতি জানায়নি এবং সম্মতি না জানালে অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হবে।

টুইটারের একজন মুখপাত্র জানান, এই প্রক্রিয়ার ফলে ব্যবহারকারীরা টুইটারে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। গত ৬ মাস ধরে ইনঅ্যাক্টিভ থাকা ইউজারদেরকে ইমেইলে সতর্কবার্তা পাঠিয়েছে টুইটার।

ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বাতিল প্রক্রিয়াটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরের ইউজারদের দিয়ে শুরু করা হবে। এছাড়া ভবিষ্যতে যেসব অ্যাকাউন্ট থেকে পোস্ট রা হয় না সেবিষয়েও তারা নজরদারি করবে।

সূত্র: বিবিসি