চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার কারণ জানাল ভারত

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১৬:২২

সাহস ডেস্ক

ভারতের চন্দ্রযান-২ চাঁদে গিয়েছিল। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগমুহূর্তে গতিবেগের তারতম্যের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে মহাকাশযানটির ল্যান্ডার ‘বিক্রম’।

ভারতের মহাকাশবিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, চন্দ্রপৃষ্ঠের ৩০ থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ধাপে ধাপে গতিবেগ সেকেন্ডপ্রতি ১ হাজার ৬৮৩ মিটার থেকে ১৪৬ মিটারে কমিয়ে আনে বিক্রম। তবে অবতরণের দ্বিতীয় দফায় গতিবেগ যে মাত্রায় কমার কথা ছিল, তার চেয়ে বেশি মাত্রায় কমে যায়। সে কারণে যখন ফাইন ব্রেকিং কাজ করার কথা ছিল, তার আগেই তা কার্যকর হয়। এর ফলে ল্যান্ডিং সাইট থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ড করে বিক্রম।

অবতরণ ব্যর্থ হলেও অন্য কাজগুলো সফলভাবেই করেছিল বিক্রম। তাছাড়া বিক্রম না থাকলেও কাজ করছে অরবিটার। প্রতি মুহূর্তে তথ্য পাঠাচ্ছে। অন্তত সাত বছর অরবিটার সক্রিয় থাকবে বলে দাবি করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত