মশা নিধনে স্যাটেলাইট

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৩০

সাহস ডেস্ক

মশা দমন করতে এবার আরও এক ধাপ এগিয়ে দায়িত্ব নিলো নাসা। তার সঙ্গে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ল্যাবরেটরি।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় শহরের (ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো) মানুষ মশার জ্বালায় নাজেহাল। মাস কয়েক আগে মশা নিধন করতে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে ড্রোন নামিয়েছিল গুগল। এছাড়াও তৈরি করা হয়েছে ছোট ছোট অজস্র দল। থাকছে এয়ার ট্র্যাপিংয়ের ব্যবস্থাও।

জানা যায়, কোথায় মশা জন্মানোর পরিবেশ-পরিস্থিতি রয়েছে সেদিকে খেয়াল রাখবে স্যাটেলাইটটি। সেই তথ্য চলে যাবে টিমের কাছে। এই টিমে আছেন বিভিন্ন পতঙ্গবিদ, বিজ্ঞানী, পতঙ্গবিদ্যার অধ্যাপকসহ অনেকেই।

২০০৪ সালে মশার যা প্রাদুর্ভাব ছিল, ২০১৬ তে এসে তা বেড়েছে প্রায় ১০ গুণ। পাঁচ বছর আগেই ক্যালিফোর্নিয়া শহরে প্রথম এই কাজটি করে নাসা। তাতে বিপুল সাফল্যও আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত