গুগল অ্যাপস ছাড়াই হুয়াওয়ে মেট এক্স

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৪

সাহস ডেস্ক

চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের সবচেয়ে আলোচিত এবং বহুল অপেক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন মেট এক্স গুগল অ্যাপস ছাড়াই উন্মোচন করা হয়েছে।

ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব ইএমিইউআই-৯ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স ভার্সনটি ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি। বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৪২২ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ২ লাখ ৫ হাজার ৪৯১ টাকা।

তবে যুক্তরাষ্ট্র যদি এই নিষেধাজ্ঞা আরও কঠোর করে তবে গুগলের বেশ কিছু জনপ্রিয় অ্যাপ থেকে বঞ্চিত হবে হুয়াওয়ে ইউজাররা।

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাংয়ের পরেই হুয়াওয়ের অবস্থান। কিন্তু গুগল অ্যাপস ছাড়া অ্যান্ড্রয়েডের বাজারে মেট এক্স কতটুকু সুবিধা করতে পারে তা দেখার বিষয়। 

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত