ইউটিউব নিয়ে আসছে সুখবর

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:১০

সাহস ডেস্ক

ইউটিউব শিশুদের কথা চিন্তা করে ইউটিউব কিডস চালু করলেও বাংলাদেশে এটা না থাকায় অভিভাবকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অভিভাবকদের এমন সমস্যা থেকে মুক্তি দিতে আগামী বছর থেকে কমন ইউটিউব প্ল্যাটফর্মে অনেক বড় একটি সুবিধা আনতে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ।

নতুন এই নীতিমালা আগামী বছরের জানুয়ারি মাস থেকে চালু হওয়ার কথা রয়েছে। এ নীতিমালা অনুযায়ী, কনটেন্ট নির্মাতাকে কনটেন্ট তৈরির পরই সেটি শিশুদের জন্য উপযোগী কি না, তা মার্ক করে দিতে হবে। আর মার্ক করার পরই কনটেন্টটি শিশুদের জন্য উপযোগী বলে বিবেচিত হবে এবং বিজ্ঞাপনের জন্য এই কনটেন্ট থেকে কোনো তথ্য সংগ্রহ করতে দেওয়া হবে না।

চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী ১৩ বছরের কম বয়সী শিশুদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে হলে ইউটিউবকে অভিভাবকদের অনুমতি নিতে হবে। এজন্য এমন ব্যবহারকারীদের টার্গেট করে কোনো বিজ্ঞাপন দিতে পারবে না ইউটিউব। 

ইতোমধ্যে কনটেন্ট নির্মাতাদের সচেতন করার জন্য তাদের কাছে এসব নিয়মাবলী পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে, নতুন এই নীতিমালায় শিশুরা ইউটিউবে সুরক্ষিত থাকবে।

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত