পেমেন্ট সার্ভিস চালু করল ফেসবুক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:০৪

সাহস ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন পেমেন্ট সার্ভিস চালু করেছে। পেমেন্ট সার্ভিসটির নাম দেওয়া হয়েছে, ‘ফেসবুক পে’।

ফেসবুক ব্যবহারকারীরা ‘ফেসবুক পে’ ব্যবহার করে অন্য ব্যবহারকারীর কাছে এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠানেও লেনদেন করতে পারবেন। অবশ্য লেনদেন সম্পন্ন করতে হলে ডেবিট বা ক্রেডিট কার্ড নম্বর অ্যাড করতে হবে। আর নিরাপত্তার জন্য বায়োমেট্রিক ছাপ বা পিন যুক্ত করতে হবে।

এই সেবাটি শুধু ফেসবুক এবং ম্যাসেঞ্জারে পাওয়া যাবে। পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও ফিচারটি মিলবে।

এই সেবাটির মাধ্যমে ফেসবুক মার্কেট প্লেসের পেজে কেনাকাটা, ইভেন্ট টিকেট, ইনগেইম পার্চেস ও ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। 

সূত্র: দ্য নেক্সট ওয়েব

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত