বিপজ্জনক অ্যাপ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১৬:৩৭

সাহস ডেস্ক

গুগল প্লে স্টোর থেকে বিপজ্জনক অ্যাপগুলো দূর করার চেষ্টা করছে গুগল। কারণ এসব অ্যাপের মধ্য লুকিয়ে থাকা ম্যালওয়্যার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।

সম্প্রতি ‘অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স’ প্লে স্টোরের সাথে জোট বেঁধেছে। জোট বাঁধার পরই গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো প্লে স্টোরে থাকা কয়েকটি গেম ও ক্যামেরা সংশ্লিষ্ট বিপজ্জনক অ্যাপ সম্পর্কে তথ্য প্রকাশ করে। এ সকল অ্যাপের অ্যাডওয়্যার অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন দেখাতে থাকে।

অ্যাপগুলো হচ্ছে- ট্রু লাভ ক্যালকুলেটর, ট্রিপি ইফেক্ট, ফটো অ্যান্ড ক্যামেরা ফিল্টার, ট্যাটু মেকার, ট্যাটু এডিটর, স্মোক ইফেক্ট, স্মোক ইফেক্ট আর্ট, স্লাইস মাস্টার, স্কাল ফেস- ফটো অ্যান্ড ক্যামেরা ইফেক্টস, শুট ইট, রানিং ডাইনোসর, রুলিং দ্য ডিফারেন্স, রিভার্স ভিডিও এডিটিং, পিক্সেল ইফেক্ট- ফটো এডিটর অ্যান্ড ওভারলে, ফটো স্মোক ইফেক্ট, ফটো ওভারলেস, ফটো ব্লেন্ডার, নিওন লাইট ফটো এডিটর- ম্যাজিক ইফেক্ট, মিউজিক্যাল রোলিং রোড, মিউজিক্যাল বলস, মিউজিক ভিডিও মেকার, মোটরসাইকেল বাইক রেস, মাস্টার স্ক্রিন রেকর্ডার, ম্যাজিক ভিডিও এডিটিং, ম্যাজিক সুপার পাওয়ার, ম্যাজিক পেনসিল স্কেচ, ম্যাগাজিন ফটো এডিটর, ম্যাগাজিন কভার মেকার, ম্যাগাজিন কভার স্টুডিও, লাভ টেস্ট, লাভ পেয়ার, হাউস পেইন্টিং, হাউস ড্রয়িং কালার পেইন্ট, গোস্ট প্র্যাংক, গ্যালাক্সি ওভারলে ব্লেন্ডার, ফানি ফেক, ফ্লো পয়েন্টস, ডাইনামিক ব্যাকগ্রাউন্ড, কাট পারফেক্টলি, কালার স্প্ল্যাশ ফটো ইফেক্ট, ক্লাউন মাস্ক, ক্যাট রিয়েল হেয়ারকাট, বুলেট মাস্টার, বাবল ইফেক্ট, ব্লার ইমেজ ফটো, বিউটিফুল হাউস পেইন্ট, বলস আউট পাজল, বলস এসকেপ। 

প্রায় ৩০ লাখের বেশি ডাউনলোড হওয়া এই সকল অ্যাপগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে গুগল ব্যবস্থা নিয়েছে এবং ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে দ্রুত অ্যাপগুলো আনইনস্টল করার পরামর্শ দিয়েছে।

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত