ডিলিটকৃত ম্যাসেজ যেভাবে পড়বেন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:৪১

সাহস ডেস্ক

ম্যাসেজ ডিলিট করার সুবিধা প্রেরকের কাছে ভালো লাগার কারণ হলেও প্রাপকের কাছে বিরক্তিকর।

আপনার স্মার্টফোনের সংস্করণ যদি অ্যান্ড্রয়েড ৪.৪ এর উপরে হয় তাহলে এক বিশেষ পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে ডিলিট করা ম্যাসেজ আপনি দেখে নিতে পারবেন। চলুন জেনে নিই ধাপগুলো- 

- প্লে স্টোর থেকে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ অ্যাপটি ইনস্টল করুন

- অ্যাপটি স্টার্ট করে নোটিফিকেশন ও অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস ‘অ্যালাউ’ করুন 

- অ্যালাউ করার পর থেকেই অ্যাপটি ফোনের সব নোটিফিকেশন হিস্ট্রি রেকর্ড করতে শুরু করবে। তবে যে সকল ম্যাসেজ নোটিফিকেশন প্যানেলে এসে পৌঁছাবে না, সেসকল ম্যাসেজ রেকর্ড হবে না।  

- এবার অ্যাপটি ওপেন করে হোয়াটসঅ্যাপ ট্যাপ করলেই পেয়ে যাবে সকল নোটিফিকেশন হিস্ট্রি 

কিন্তু অ্যাপটির কিছু সীমাবদ্ধতাও আছে। ম্যাসেজের প্রথম ১০০ শব্দ পর্যন্ত অ্যাপটি রেকর্ড রাখতে পারে এবং ফোন রিস্টার্ট করলেই রেকর্ড হওয়া সমস্ত ম্যাসেজ ডিলেট হয়ে যাবে।

সূত্র : দ্য নেক্সট ওয়েব

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত