রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ টুইটার

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১২:১২

সাহস ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বিশ্বব্যাপী রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির টুইটার বার্তার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইন্টারনেটে বিজ্ঞাপন বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অপ্রতিরোধ্যভাবে শক্তিশালী ও কার্যকর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এটি রাজনীতিতে উল্লেখযোগ্য ঝুঁকিও নিয়ে আসে। তাই সব ধরনের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভ্রান্তি কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নভেম্বরের ২২ তারিখ থেকে টুইটার তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ নভেম্বর বিস্তারিত জানানো হবে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিটুইট করে হিলারি ক্লিনটন লেখেন, আমেরিকা এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য এটি সঠিক সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত