ট্রুকলারে গ্রুপ চ্যাট

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৩:২৩

সাহস ডেস্ক

অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীরা ট্রুকলারে গ্রুপ চ্যাট এই ফিচার উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করা যাবে।

ট্রুকলারের নিয়মানুযায়ী অবাঞ্চিত কেউ গ্রুপ চ্যাটে অংশগ্রহণ করতে পারবেন না। কেবলমাত্র যাদের ফোন নম্বর মোবাইলে সেভ করা আছে, তারাই যুক্ত হতে পারবে। এমনকি কারো নম্বর শেয়ারের ক্ষেত্রেও নম্বরের মালিকের অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেন, তবেই নম্বর শেয়ার করা যাবে। 

এছাড়াও এই ফিচারে গ্রুপের অ্যাডমিন ও নতুন সদস্য উভয় পক্ষেরই সম্মতি থাকা বাধ্যতামূলক। কেননা, সদস্যের অনুমতি ব্যতীত কোনো গ্রুপে অ্যাড করা যাবে না। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত