ক্রোম ব্রাউজারেও চলে এসেছে ডার্ক মোড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:০১

সাহস ডেস্ক

গুগল অ্যান্ড্রয়েড ক্রোম ব্রাউজারে ডার্ক মোড আনার কাজ করছিল। অবশেষে গুগল পিক্সেল ৪ ফোনে ডার্ক মোড ফিচারটি আইওএস সংস্করণে উন্মুক্ত করা হয়েছে।

তবে অ্যান্ড্রয়েড ১০ ওএসের ফোনগুলোতে স্বয়ংক্রিয়ভাবে এটি পাওয়া যাবে। অন্য সংস্করণের ফোনগুলোতেও খুব দ্রুত মোডটি উন্মুক্ত হবে।

ডার্ক মোড ফিচারটি চালু করার জন্য মেনু আইকনে গিয়ে সেটিংস থেকে ‘থিম’ এ ট্যাপ করতে হবে। সেখানে সিস্টেম ডিফল্ট, লাইট এবং ডার্ক এই ৩টি অপশন দেখাবে। এবার ডার্ক অপশনটি ক্লিক করলেই ডার্ক মোডটি চালু হয়ে যাবে। একইভাবে ডার্ক মোড থেকে লাইট মোডে ফিরে আসতে পারবেন। এই ক্ষেত্রে লাইট মোড সিলেক্ট করতে হবে। 

মোডটি উন্মুক্ত করার পর এখনো সকল ফোনে ফিচারটি পৌঁছায়নি। আগামী ১-২ মাসের মধ্যে সকলেই ফিচারটি উপভোগ করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত