ভুয়া তথ্য ঠেকাতে ‘ফলস ইনফরমেশন’

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ১৫:১৭

অনলাইন ডেস্ক

ভুয়া তথ্যের জন্য ব্যবহারকারীদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ সমস্যা থেকে মুক্তি দিতে ইনস্টাগ্রাম নিয়ে এসেছে ‘ফলস ইনফরমেশন’।

ইনস্টাগ্রাম এখন থেকে সন্দেহজনক বার্তায় ‘ফলস ইনফরমেশন’ লেবেল প্রদর্শন করবে। এ ম্যাসেজিং সেবাটি ব্যবহারকারীদের ‘স্টোরিজ’ ও ‘নিউজ ফিড’-এ বিনিময় করা বার্তাগুলো ফেসবুকের ‘ফ্যাক্ট চেকারস’ প্রযুক্তির মাধ্যমে যাচাই করবে।

এছাড়াও বন্ধুদের পাঠানো বার্তার সত্যতা নিশ্চিত করতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যাবে। অভিযোগের পাশাপাশি বন্ধুর সন্দেহজনক বার্তায় ‘পতাকা’ যুক্ত করলেই ইনস্টাগ্রাম বার্তাটির সত্যতা যাচাই করে মুছে ফেলবে বার্তা।