স্মার্ট রিং নিয়ন্ত্রণ করবে ফোন

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১৬:০০

অনলাইন ডেস্ক

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এমন এক স্মার্ট রিং আনছে, যার সাহায্যে খুব সহজেই আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে। প্রতিষ্ঠানটি এরকম ছোট ডিভাইস নিয়ে একটি আবেদন পত্র আমেরিকান প্যাটেন্ট অফিসে জমা দিয়েছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, ইন্টেলিজেন্ট রিং বা আংটিতে একটি প্রসেসর, মাইক্রোফোন এবং একটি মুডল থাকবে যা ওয়াই-ফাই কানেকশন নিশ্চিত করবে। পাশাপাশি এতে সেন্সর থাকবে যা হাতের স্পর্শ অনুযায়ী কাজ করবে।

স্মার্ট রিং সম্পর্কে অ্যাপল জানায়, জরুরী মূহুর্তে প্রয়োজনীয় কল অথবা অ্যালার্ম কিংবা দ্রুত সময়ে ফোনের নোটিফিকেশন এবং মেসেজ রিসিভ করা।

তবে স্মার্ট রিং বা আংটির বাজারের অ্যাপল প্রথম নয়। এর আগে আমাজনের স্মার্ট রিং বাজারে ছেড়েছে।