চাঁদে নভোচারী পাঠাবে নাসা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:৩৭

সাহস ডেস্ক

২০২৪ সালে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। যার জন্য দুটি স্পেস স্যুট ও বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে।

একটি স্পেসসুট, এক্সইএমইউ চাঁদের দক্ষিণ মেরু পৃষ্টের তথ্য দেবে। পাশাপাশি অন্য স্পেস স্যুট ওরিওন ক্রু সারভাইভাল সিস্টেম আগেই উন্মোচন করা হয়েছিল।

নতুন এক্সইএমইউ স্পেস স্যুটটি যথেষ্ট উন্নতমানের এবং চাঁদের মাটির জন্য একেবারে উপযুক্ত। পাশাপাশি চাঁদের শিলা পরীক্ষার কাজেও এই স্পেস স্যুট বিশেষ ভাবে কাজে লাগবে বলে জানিয়েছেন নাসার বৈজ্ঞানিক কেট রুবিনস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত