লোগো নকল করায় ফেসবুকের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:০৩

সাহস ডেস্ক

ক্রিপ্টোকারেন্সি লিব্রার জন্য যে লোগোর অনুমোদন করিয়েছে তা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘কারেন্টের’ লোগোর নকল বলে ফেসবুকের উপর অভিযোগ উঠেছে।

মার্কিন মোবাইল অ্যাপ কারেন্টের প্রধান নির্বাহী স্টুয়ার্ট স্কপ বলেন, ফেসবুকের এত বড় প্রকল্পে কাজ করার জন্য সব কিছু গুছিয়ে নামা উচিত ছিল। কারেন্টের লোগোর সাথে লিব্রার লোগো এর এতটা মিল মোটেও কাকতালীয় হতে পারে না। 

অবশ্য ক্রিপ্টোকারেন্সি আনার জন্য ফেসবুক আলাদা বিভাগ নিয়ে কাজ করা শুরু করলেও এই প্রকল্প নিয়ে নানা সমালোচনা চলছে। এমনকি এই মুদ্রা চায় না বলে কয়েকটি দেশ বিরোধিতাও করছে।

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত