ডার্ক মোডে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ১৪:১২ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ১৪:২৬

অনলাইন ডেস্ক

আইওএস ১৩-তে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ওয়ান নোট ও পাওয়ার পয়েন্টে ডার্ক মোড ফিচার যুক্ত হতে চলেছে।

মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট ম্যানেজার আকাশ বকশি বিষয়টি নিশ্চিত করেন।

আইওএস ১৩ ব্যবহারকারীরা ডার্ক মোড ব্যাকগ্রাউন্ড চাইলে চাইলে ফোনের সিস্টেম অ্যাপারেন্স সেটিংস থেকে লাইট টু ডার্ক অপশনটি সিলেক্ট করতে হবে। এ মোডে কালো রঙের ব্যাকগ্রাউন্ডের বিপরীতে সাদা রঙের ফন্ট দেখা যাবে।

বর্তমানে আউটলুক, ওয়ানড্রাইভ, মাইক্রোসফট টু ডু অ্যাপের ফিচারটি যুক্ত করা হলেও মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ লাইন অ্যাপের প্রত্যেকটিতেই এ মোড যুক্ত করা হবে।