গুগলের পার্সোনাল সেফটি অ্যাপ

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১৭:৪৪

সাহস ডেস্ক

যাত্রীদের প্রাণ রক্ষার লক্ষ্যে গুগল ‘পার্সোনাল সেফটি’ নামে একটি অ্যাপ আনছে। এই অ্য্যপ দুর্ঘটনা ঘটলে পুলিশকে ফোন বা লোকেশন এসএমএস করবে।

পিক্সেল ফোনের লোকেশন, মোশন সেন্সর ও মাইক্রোফোন থেকে নেওয়া অ্যাম্বিয়েন্ট অডিও থেকে দুর্ঘটনার ব্যাপারটি বুঝতে পারবে ‘পার্সোনাল সেফটি’ অ্যাপ। এরপর উচ্চ শব্দে অ্যালার্ম বাজাতে থাকবে ফোনটি। 

যদি ব্যবহারকারী অ্যালার্মে সাড়া না দেয়, তবে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের পুলিশের (৯১১) কাছে ফোন ও যুক্তরাষ্ট্রের ইমার্জেন্সি সার্ভিসের কাছে দুর্ঘটনার লোকেশন এসএমএস করে পাঠাবে।

তবে কখনো কখনো এই অ্যালার্ম গাড়িতে অতিরিক্ত শব্দও বেজে উঠতে পারে। এমন হলে ব্যবহারকারীকে ‘আই এম ওকে’ বাটনে ক্লিক করে সে যে নিরাপদ আছে সেটা নিশ্চিত করতে হবে। এই অ্যাপটি শুধুমাত্র পিক্সেল ফোনেই ব্যবহার করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত