ফেসবুকে দেখা যাচ্ছে না লাইক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯

ফেসবুক ব্যবহারকারীদের অন্যের পোস্টের লাইক অপশন দেখা না যাওয়ার প্রথম পদক্ষেপ অস্ট্রেলিয়া থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) থেকে অস্ট্রেলিয়ান ফেসবুক ব্যবহারকারীরা অন্যের পোস্টের লাইককারীর নাম ও সংখ্যা দেখতে পারছেন না। 

জুলাই মাসে কয়েকটি দেশে ফেসবুকের সহপ্রতিষ্ঠান ইনস্টাগ্রামে 'লাইক' না দেখানোর জন্য বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর করা হয়। অন্যের অ্যাকাউন্টের 'লাইক' গণনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে যে চাপ সৃষ্টি করে, তা দূর করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মানসম্মত কনটেন্ট ও লাইক গণনার বদলে মানসম্মত যোগাযোগে ব্যবহারকারীদের গুরুত্ব প্রদানের জন্য এমন পরিবর্তন এনেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত