গুগল ম্যাপে ইনকগনিটো মোড

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪

এবার গুগল ম্যাপসে আনছে ইনকগনিটো মোড। বর্তমানে গুগল ম্যাপসের ইনকগনিটো মোডটি বেটা সংস্করণে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য পরীক্ষা করা হচ্ছে।

এছাড়াও গুগল ম্যাপসের ১০.২৬ সংস্করণে হাঁটাচলার জন্য ‘আইস ফ্রি’ নেভিগেশনেরও ইঙ্গিত পাওয়া গেছে। 

এই ফিচারটি চালু হলে হেঁটে কোনো পথ খুঁজতে থাকলে মোবাইলের স্ক্রিনে তেমন তাকাতেই হবে না। কারণ, গ্রাহককে অডিও এর মাধ্যমে বিস্তারিত নির্দেশাবলি জানিয়ে দেওয়া হবে।

গত মাসেই ‘লাইভ ভিউ’ নেভিগেশন মোড চালু করা হয়েছে, যার মাধ্যমে হেঁটে পথ খোঁজার ক্ষেত্রে অনেকটাই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত