হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুকে স্টোরি শেয়ার

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৮

ফেইসবুক স্টোরি এবং অন্যান্য টুলে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস স্টোরি শেয়ার করা যাবে এমন নতুন একটি ফিচার চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে।

ইনস্টাগ্রামের মতোই হোয়াটসঅ্যাপ স্টোরিজে ছবি, টেক্সট এবং ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ এখনো ফিচারটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে টুইটারে বেশ কিছু ইউজার এই নিয়ে পোস্ট দিয়েছেন।

এক ট্যুইটার গ্রাহক বলেন, হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার এসেছে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে স্টোরি শেয়ার করতে পারবেন। আমার কাছে ব্যাপারটি দারুন, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগের একটি অনন্য মাধ্যম।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। ফেসবুকের এই পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞাপনে গ্রাহকের অংশগ্রহণ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত