গুগল ছাড়াই হুয়াওয়ের ফোন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

সার্চ ইঞ্জিন গুগলকে ছাড়াই ফোন এনে দেখাল হুয়াওয়ে। জার্মানির মিউনিখে মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ স্মার্টফোন দুটি গুগলের সেবার পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব মোবাইল সেবাগুলো যুক্ত হয়েছে।

আগামী অক্টোবর নাগাদ এ ফোন দুটি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ছাড়ার কথা রয়েছে হুয়াওয়ের।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের সময় গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ পায়নি হুয়াওয়ে। তখন থেকেই তারা নিজস্ব বিকল্পের কথা চিন্তা করছিল।

নতুন এ দুটি স্মার্টফোন গুগল ছাড়াই চলবে। স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড ১০ ওএসের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে বলে জানা যায়।

মেট ৩০ মডেলটি প্রায় মেট ৩০ প্রো মডেলের মতোই। কিন্তু এর ডিসপ্লে একটু বড়। যার মাপ হচ্ছে ৬ দশমিক ৬৩ ইঞ্চি, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। এ ফোনটির ব্যাটারি ৪২০০ মিলি অ্যাম্পিয়ার। মেট ৩০ মডেলটির দাম শুরু ৭৯৯ ইউরো থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত