৪ হাজার আমিরাতের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পরিচালিত ৪ হাজার ২৫৮টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার।

কাতার ও ইয়েমেন সংশ্লিষ্ট বিষয়ে বেশিরভাগ সময়ই এসব অ্যাকাউন্ট থেকে টুইট করা হতো। এই অ্যাকাউন্টগুলো পরিচালিত হতো সংঘবদ্ধ নেটওয়ার্ক দ্বারা।

এছাড়া আমিরাতি ও মিসরের ৩৬৭টি অ্যাকাউন্টের আরো একটি নেটওয়ার্কও বনাধ করে দেওয়া হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ জানায়, সৌদি আরব সরকারের সমর্থনে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে ইরান ও কাতারকে লক্ষ্যবস্তু বানিয়ে বিভিন্ন ধরনের তথ্যযুদ্ধ চালানো হতো।

টুইটার জানিয়েছে, এসব অ্যাকাউন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ডটডেভ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটা আবুধাবিভিত্তিক প্রথাগত সফটওয়্যার সল্যুশন কোম্পানি। ডটডেভের গিজাভিত্তিক মিসরেও একটি শাখা রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত