ফেসবুকে নতুন ফিচার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫২

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবার পোর্টাল ভিডিও চ্যাটিং ডিভাইসের নতুন মডেল আনল ফেসবুক ইনকরপোরেশন।

গত কয়েক বছর ধরে ফেসবুকের তথ্য কেলেঙ্কারি, ব্যবহারকারী বাড়ার হার কমে যাওয়া এবং কনটেন্ট সম্পাদনায় নানান পরিবর্তন আনার প্রেক্ষাপটে ব্যক্তিগত যোগাযোগকে প্রাধান্য দিতে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে পোর্টাল লাইনে হোয়াটসঅ্যাপ কল সুবিধা যুক্ত করছে। শুধু তাই নয়, পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও উন্নত করেছে তারা।

তবে সবচেয়ে সুবিধা হচ্ছে- ডিভাইসটির মাধ্যমে সবাই একসঙ্গে টিভি দেখার পাশাপাশি একই স্ক্রিনে ভিডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যে পোর্টাল ডিভাইস বিক্রি শুরু করবে ফেসবুক। মডেল ভেদে পোর্টাল ডিভাইসের দাম হবে ১২৯ থেকে ১৭৯ মার্কিন ডলার। আর পোর্টাল টিভি মডেলটির দাম হবে ১৪৯ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত