নতুন সোশ্যাল মিডিয়া ‘লোটাস’

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সাথে যুক্ত হচ্ছে ভিয়েতনাম ভিত্তিক নতুন একটি সোশ্যাল মিডিয়া ‘লোটাস’।

ভিয়েতনামের তথ্যমন্ত্রী এনগুইন ম্যান হাং আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়া ‘লোটাস’ এর উদ্বোধনী করেন।

ভিয়েতনামে ৬২ মিলিয়ন গুগল ও ৫৮ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে তাদের নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া নেই।

তাই সকলকে দেশীয় অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়ে বএনগুইন ম্যান হাং। নিজস্ব সোশ্যাল মিডিয়ার ব্যবহারই বিদেশি সোশ্যাল মিডিয়াগুলোকে ছাড়িয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ডিরেক্টর এনগুইন দ্য টান বলেন, কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতার জন্য ‘লোটাস’ এর যাত্রা শুরু হয়নি। ভিয়েতনাম শুধু মানসম্পন্ন কনটেন্ট তৈরির দিকে মনোযোগ দিতে চায়।

গ্রাহকরা সোশ্যাল মিডিয়া ‘লোটাস’ ব্যবহার করে পোস্ট করতে পারবেন। এমনকি হোমপেজ থেকে কনটেন্ট শেয়ারও করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত