অ্যাপলে থ্রিডি টাচ সরিয়ে হ্যাপটিক টাচ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭

থ্রিডি টাচের সুবিধা সরিয়েছে নতুন আইফোন ১১ ও আইফোন ১১ প্রোতে যুক্ত হয়েছে হ্যাপটিক টাচ ফিচার।

থ্রিডি টাচ ব্যবহার করার সময় ফোনের স্ক্রিনে জোরে চাপ দিতে হয়। অন্য দিকে বিভিন্ন কাজ শর্টকাটে সম্পন্ন করার ফিচার হচ্ছে হ্যাপটিক টাচ। এ সময় ফোনে হালকা ভাইব্রেশন হয়।

ক্যামেরা চালু না করেই দ্রুত গতিতে সেলফি তোলা যাবে হ্যাপটিক টাচ ফিচারের মাধ্যমে।

২০১৫ সালে সর্বপ্রথম অ্যাপল আইফোন ৬এস ও ৬এস প্লাসে থ্রিডি টাচ প্রযুক্তি ব্যবহার করা হয়। থার্ড পার্টি ডেভেলপাররা ফিচারটি ব্যবহারে আগ্রহী না থাকায় বেশির ভাগ অ্যাপই ফিচারটি সাপোর্ট করতো না।

ফলে ২০১৮ সালে আইফোন ১০ থেকে থ্রিডি টাচ ফিচারটি সরিয়ে নেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত