শাওমির নতুন স্মার্টওয়াচ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫

ভারতে শাওমি টাইটেনিয়াম, স্টেনলেস স্টিল আর অ্যালুমিনিয়াম অ্যালয়ে ‘Huami Amazfit GTR’ নামে একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে।

‘Huami Amazfit GTR’ স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড ৫.০ বা এর পরের ভার্সনের যে কোনো স্মার্টফোন ও আইওএস ১০ বা এর পরের ভার্সনের আইফোনের সাথে কানেক্ট করা যাবে। কানেক্টিভিটির জন্য Bluetooth 5.0, NFC, GPS+ GLONASS ব্যবহার করা হয়েছে।

শাওমি জানিয়েছে, এই স্মার্টওয়াচটি এক চার্জে ২৪ দিন চলবে। এতে রয়েছে ১২টি স্পোর্টস মোড। সেন্সর বন্ধ করে ব্যবহার করে ব্যবহার করলে অবশ্য ৭৪ দিন পর্যন্ত চলবে।

১.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের এই স্মার্টওয়াচে হার্ট রেট মাপার জন্য আছে পিপিজি বায়োলজিকাল অপ্টিকাল ট্র্যাকিং সেন্সর। শুধুমাত্র ভারতেই এই স্মার্টওয়াচটি ৪৭.২ মি.মি. ডায়ালে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত