ফুসফুসের অ্যাপ ‘অ্যাসথেমা টিউনার’

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০

সুইডেনে ‘অ্যাসথেমা টিউনার’ নামক একটি অ্যাপ তৈরি করেছে যা ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে জানাবে। এর ফলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া যাবে।

সুইডেনের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের গবেষকরা দাবি করেন, যারা হাঁপানি সমস্যায় ভুগে, তাদের ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক সময়ে এই অ্যাপ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও প্রদান করবে।

প্রথমে ‘অ্যাসথেমা টিউনার’ অ্যাপটি স্মার্টফোনে ইন্সটল করে নিতে হবে। এরপর একটি ‘ওয়্যারলেস স্পিরোমিটার’ অ্যাপের সাথে কানেক্ট করুন। এই ওয়্যারলেস স্পিরোমিটারের সাহায্যেই অ্যাসথেমা টিউনাররর রোগীর ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।

ইতোমধ্যে সুইডিশ গবেষকরা ৭৭ জন হাঁপানি রোগীর ওপর এই অ্যাপ ব্যবহার করেন। গবেষকরা জানান, ৭৭  জন হাঁপানি রোগীর ডেটা অ্যাপের সাহায্যে সংগ্রহ করে সে অনুযায়ী চিকিৎসা করে অনেকটাই সাফল্য মিলেছে।