প্রথম ব্লকচেইন স্মর্টফোন আসছে বাংলাদেশে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫০

সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের প্রথম ব্লকচেইন স্মর্টফোন আসছে বাংলাদেশে। ফিনি নামের ফোনটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ফোন হিসেবেও অবহিত করা হয়ে থাকে।

২০১৮ সালের অক্টোবরে সুইজারল্যান্ডের কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা সিরিন ল্যাবস ‘ফিনি’ নামে ডুয়াল স্ক্রিন নকশার স্মার্টফোনটি বাজারে নিয়ে আসে।

জানা যায়, বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোন ‘ফিনি’-তে দুই ইঞ্চি স্লাইডার ‘সেফ স্ক্রিন’ ও ৬ ইঞ্চি পর্দা রয়েছে। অ্যান্ড্রয়েড ৮.১ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিরিন ওএস। এতে রয়েছে ইন্ট্রুসন প্রোটেকশন সিস্টেম (আইপিএস)।

ফিনিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৬ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার। ক্যামেরার ক্ষেত্রে সামনে ৮ মেগাপিক্সেল ও পিছনে ১২ মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশে এই ফোনটি আমদানি করার জন্য ২৭ আগস্ট ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ধারণা করা হচ্ছে, আগামী মাসেই বাংলাদেশের বাজারে উন্মুক্ত হবে ‘ফিনি’। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত