মাইক্রোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৭

মানুষের পছন্দের তালিকায় রয়েছে এখন ব্লুটুথ মাইক্রোফোন। টেক রিপাবলিক লিমিটেড জাবরা টক ৪৫ ও ৫৫ মডেলের দুইটি নতুন মাইক্রোফোন এনেছে। আর এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

মাইক্রোফোন জাবরা হাতের স্পর্শ ছাড়াই কল দেয়া ও রিসিভ করতে পাবে। এছাড়া জাবরা ইমেলই ও মেসেজ পড়ে শোনানো ও গাড়ি চালানোর সময় পথ নির্দেশনা দিতে সক্ষম হবে।

জাবরা টক ৪৫ মডেলটির টক টাইম টানা ৬ ঘণ্টা। ডুয়েল নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটি এক চার্জে ৮ দিন পর্যন্ত সচল থাকবে এবং পুরোপুরি চার্জ হতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। এই মাইক্রোফোনটির দাম পড়বে মাত্র ৫ হাজার ৫০০ টাকা।

এদিকে জাবরা টক ৫৫ মডেলটির টক টাইম টানা ১০ ঘণ্টা। এর সঙ্গে একটি বহনযোগ্য চার্জার রয়েছে। ক্যারিকেজ হিসেবে ব্যবহৃত এ চার্জারের ফলে অতিরিক্ত কথা বলা যাবে ৭ ঘণ্টা। এই মাইক্রোফোনটির দাম পড়বে মাত্র ৮ হাজার ৭৫০ টাকা।