তিন মাসে এক লাখ ভিডিও ডিলিট

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭

বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে ভিডিও শেয়ারিং এ প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় ওয়েবসাইটটি তার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে চায়। এরই প্রেক্ষিতে চলতি বছরের গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রায় ১ লাখ ভিডিও ডিলিট করে দিয়েছে সোশ্যাল সাইটটি।

ইউটিউবের তরফ থেকে জানানো হয়েছে, তারা মোট এক লাখ এমন ভিডিও খুঁজে পেয়েছে, যেখানে উসকানিমূলক কথা বার্তা রয়েছে। যা সমাজে সম্প্রীতির ব্যাঘাত ঘটাতে পারে। ১৭ হাজার এমন চ্যানেলও পাওয়া গিয়েছে, যা সন্ত্রাস ছড়িয়ে দেওয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দেয়। ইউটিউবে এখন আর তাদের কোনও অস্তিত্ব নেই।

এর আগেও সন্ত্রাস ও হিংসা দমনে এমন উদ্যোগ নিয়েছিল ইউটিউব। তবে এবার আরও বেশি সতর্ক তারা।

ভুয়া এবং উসকানিমূলক ভিডিও খুঁজে বের করতে একটি ইন্টেলিজেন্স ডেস্ক তৈরি করা হয়েছে। তারাই আপত্তিকর ভিডিও ডিলিট করার দায়িত্ব নিয়েছে বলে জানান ইউটিউব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত